ঢাকায় গণমাধ্যম অফিসে হামলার প্রতিবাদে নাটোরে সাংবাদিকদের মানববন্ধন

নাটোর অফিস ॥
ঢাকায় বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর এবং কালের কন্ঠসহ দেশের বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলার প্রতিবাদে নাটোরের সাংবাদিকরা মানববন্ধন করেছে। মঙ্গলবার দুপুরে শহরের কানাইখালী এলাকায় প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, দুর্বৃত্তরা গণমাধ্যমকে বন্ধ করতে এসব হামলা চালিয়েছে। আমরা সাংবাদিকরা যদি একজোট হয়ে থাকি, তাহলে কোনো ব্যক্তি কোনো গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর আক্রমণ করতে পারবে না। গণঅভ্যুত্থানের মাধ্যমে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা দুনীতিবাজ, দেশবিরোধী ও দুস্কৃতিকারীদের শাস্তি চাই। নতুন সরকারের কাছে আমাদের আহবান, গণমাধ্যমে যারা হামলা করেছে দ্রুত তাদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করুন।
বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর’র নাটোর প্রতিনিধি নাসিম উদ্দিন নাসিমের সঞ্চলনায় বক্তব্যে রাখেন- কালেক কণ্ঠ ও চ্যালেন আই’র প্রতিনিধি রেজাউল করিম রেজা, এটিএন বাংলা নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, এস এম কামাল হোসেন, জালাল উদ্দিন, বুলবুল আহমেদ, মোস্তাফিজুর রহমান টুটুল, গণমাধ্যকর্মী রফিকুল ইসলাম নান্টু, গোলাম রাব্বানী সহ স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ।

 

 

 

 

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *