নাটোরঃ নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ও চামারী ইউনিয়নের পর এবার ডাহিয়া ইউনিয়নের পাঁচ শতাধিক বিএনপি নেতাকর্মী দল ত্যাগ করেছেন। তারা সংসদ নির্বাচনে নাটোর-৩(সিংড়া) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুনাইদ আহমেদ পলকের প্রতি আস্থা রেখে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। ডাহিয়া ইউনিয়ন বিএনপি নেতা সেলিম মোল্লা ও আমজাদ হোসেনের নেতৃত্বে এ যোগদান সম্পন্ন হয়েছে।
সোমবার দুপুরে ডাহিয়া বাজারে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হাত ধরে তারা আওয়ামী লীগে যোগ দেন। এসময় প্রতিমন্ত্রী পলক তাদের তাদের গলায় ফুলের মালা পরিয়ে দেন।
ইউপি চেয়ারম্যান এম এম আবুল কালাম জানান, আওয়ামী লীগ প্রার্থী এড. জুনাইদ আহমেদ পলক এর প্রতি আস্থা আর ভালবাসায় ডাহিয়া ইউনিয়নের পাঁচ শতাধিক বিএনপি নেতা-কর্মী আওয়ামীলীগে যোগদান করেছে। ভবিষ্যতে আরো নেতাকর্মী বিএনপি ছাড়বে।
এসময় ডাহিয়া বাজারে এক নির্বাচনী পথসভায় আওয়ামী লীগ প্রার্থী জুনাইদ আহমেদ পলক বলেন, সিংড়াবাসী গত ১০ বছরে নিজেদের ভাগ্যোন্নয়নের দায়িত্ব আওয়ামী লীগ সরকারকে দিয়েছে। দায়িত্ব নিয়ে আমরা আমাদের ওয়াদা পূরণ করে চলেছি। ৩০ শে ডিসেম্বরের নির্বাচনে সিংড়াবাসী তাদের দায়িত্ব আবারো আওয়ামী লীগের হাতে দিলে ভবিষ্যতে সুখে-দুঃখে আওয়ামী লীগ সরকার তাদের পাশে থাকবে।