চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নাটোর অফিস॥
নাটোরের গুরুদাসপুরে চোর সন্দেহে উজির আলী (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা’র ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে নিহত ব্যক্তির মরদেহটি পাওয়া যায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের বীরবাজার এলাকার সড়কের পাশে। নিহত উজির আলী পাশ্ববর্তী সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের কালিনগর গ্রামের মোঃ খোরশেদ মাদারের ছেলে। ঘটনাস্থলে সেনাবাহীনি ও পুলিশ পৌছেছে।
নাজিরপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ইজি বাইক চালক আব্দুল মালেকের ছেলে মোঃ সাইফুল ইসলাম জানান,‘তিনি পেশায় একজন ইজি বাইক চালক। সোমবার দিনব্যাপী ইজিবাইক চালানোর পর নিজ বাড়ির একটি কক্ষে ইজিবাইকটি চার্জ দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমাতে গিয়েছিলেন। রাত আনুমানিক তিনটার দিকে ইজিবাইক রাখা ঘর থেকে চিৎকারের আওয়াজ শুনে পরিবার ও প্রতিবেশীদের নিয়ে সেখানে গিয়েছিলেন। তখন উজির আলী গাড়ির মধ্যে বৈদ্যুতিক সক খেয়ে পরেগিয়েছিলো। তৎখনাত স্থানীয় উত্তেজিত জনতা তাকে উদ্ধার করে একটি গাছের সাথে বেঁধে মারপিট শুরু করে। মারপিটে গুরুত্বর আহত হওয়ায় স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানেই উজির আলীর মৃত্যু হয়। পরবর্তীতে ইউনিয়ন পরিষদ থেকে তার মরদেহ নিয়ে বীরবাজার এলাকার একটি রাস্তার পাশে রেখে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। নিহত উজির আলীর কাছ থেকে স্থানীয় জনতা চুরির সরঞ্জাম একটি প্লাস, শক দেওয়া যন্ত্র, বিছুটি পাতার গুড়া, টর্স লাইট ও একটি ঘড়ি উদ্ধার করেছেন।’
নিহত উজির আলীর বাবা খোরশেদ মাদার কান্না জড়িত কন্ঠে জানান,‘তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে কৃষি কাজ করে জীবন-জীবিকা নির্বাহ করতো। তিনি ছেলে হত্যার বিচার দাবি করেন।’
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ উজ্জল হোসেন বলেন,‘ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের জন্য নাটোর মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। প্রতিবেদন পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *