নাটোর অফিস ॥
নাটোরে ছাত্রদল ও চামড়া মালিক সমিতির উদ্যোগে স্বেচ্ছায় পরিষ্কার পরিচ্ছন্নতা পরিচালনা করা হয়েছে। আজ রোববার শহরের চৈকবদ্যনাথ চামড়াপট্টি এলাকায় চামড়া মালিক সমিতি ও ছাত্র দলের আয়োজনে স্বেচ্ছায় ৫০ জন সদস্য এই পরিষ্কার পরিচ্ছন অভিযানে অংশগ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন চামড়া ব্যাবসায়ী সায়দার খান, জেলা বিএনপির সদস্য নাসিম খান, আব্দুল হালিম সিদ্দিকি,জেলা ছাত্রদলের নেতা সাদ্দাম খান,জেলা ছাত্রদলের যগ্ম সাধারণ সম্পাদক রানা খান, কুরবান আলী, ফায়সাল খান, আফ্রীদি খানসহ অন্যান্যরা। এ সময় সেচ্ছাসেবিরা জানান, এর আগে যারা চামড়া পট্টিতে দায়িত্বে ছিলেন তারা শুধু নিজেদের নিয়ে ব্যাস্ত ছিলেন। তারা চামড়া পট্টির পরিবেশ নিয়ে কাজ করেননি। তাই তারা আজ সবাই এক হয়ে এই পরিষ্কার পরিচ্ছন অভিযান পরিচালনা করছেন।