নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে সরকারি, বেসরকারি দপ্তর, থানা, ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাশনালয়ে যেকোন প্রকার হামলা-সন্ত্রাস, নাশকতা বোধে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছে বনপাড়া পৌর বিএনপির প্রতিনিধি দল।
বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য অধ্যাপক লুৎফর রহমানের নেতৃত্বে শনিবার সকালে তারা বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে মতবিনিময় করেন। এরআগে তারা অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় (বড়াইগ্রাম সার্কেল), বড়াইগ্রাম থানা, বনপাড়াস্থ নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২এর সদর দপ্তর, বনপাড়া বাজারের সর্বস্তরের ব্যবসায়ী, পৌর এলাকায় সকল মন্দির এবং জেলার বৃহত্তম খ্রিষ্ট ধর্মপল্লী পরিদর্শন করেন। এসময় উপজেলায় ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম বিপ্লব কুমার সরকার, অফিসার ইনচার্জ শফিউল আযম খান, বনপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টোর সিরাজুল ইসলাম, বনপাড়া ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার দিলিপ কস্তা এবং সকল মন্দিরের সভাপতি-সম্পাদকের সাথে মতবিনিময় করেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন সদস্য সচির সরদার রফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান মৃধা, যুগ্ম-আহ্বায়ক খলিলুর রহমান গাজী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মোল্লা, যুগ্ম সম্পাদক জামান মাসুদ লিটু প্রমুখ।