নটাের জাতীয় মৎস্য সপ্তাহ পালন

নাটোর অফিস॥
ভরবো মাছে মোদের দেশ গরবো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ,মাছের পোনা অবমুক্ত করন ও আলোচনা সভার মধ্যেদিয়ে নাটোরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে জেলা ক্যালেক্টরেট ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে গুরুত্বপুর্ন সড়ক গুরে পুনরায় ক্যালেক্টরেট ভবনে ফিরে আসে। পরে ডিসি পার্ক লেকে মাছের পোনা অবমুক্ত করেনজেলা প্রশাসক আবু নাছের ভূুঁঞার। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলেযাজন করা হয় আলোচনা সভা।জেলা প্রশাসক আবু নাছের ভূুঁঞার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মাছুদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার একরামুল ইসলাম,জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সিরাজুল ইসলাম পিপি, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার সহ বিভিন্ন মৎস্য চাষী ও খামার মালিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন বর্তমান সরকারে আমলে মৎস্য চাষে বাংলাদেশ অনেক এগিয়েছে। যা বিএনপি জামায়াত শাসনের সময় মৎস্য শিল্প তেমন উন্নত হয় নি। সরকারের স্মার্ট সিধান্তে মৎস্য এগিয়ে যাচ্ছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে। ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে। তাই আধুনিক প্রযুক্তি ব্যাবহার করে মাছ চাষ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে এই আশাব্যাক্ত করেন বক্তারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *