নাটোর অফিস।।
কোটাবিরোধী আন্দোলন ঘিরে নাটোরের লালপুর থানায় দুটি নাশকতার মামলা হয়েছে। এতে এজাহারনামীয় ১৪জনসহ অজ্ঞাত ৩৭জনকে আসামী করা হয়েছে। এ দুটি মামলায় এখন পর্যন্ত বিএনপি, জামায়াত ও শিবিরের নেতাসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো-কদিমচিলান ইউনিয়ন জামায়াতের সভাপতি রাহাবুল ইসলাম, দুড়দুড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির হামিদুল ইসলাম, কদিমচিলান ওয়ার্ড শিবির সদস্য ওয়াসিম আলী, থানা সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন ওরফে আসলাম, গোপালপুর পৌর ছাত্রদলের আহবায়ক হাসান আলী, ওয়ার্ড ছাদলের সভাপতি আলামিন, থানা যুবদলের প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম মাসুদ, যুবদলের সদস্য সুরুজ্জামান, উপজেলা ছাত্রদলের সদস্য ফাদিন রহমান ফাহিম, বিএনপির সদস্য আবু সাইদ ওরফে সোহাগ, সজিব মাহমুদ, হামিদুর রহমন।
শনিবার (২৭ জুলাই) দুপুরে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম আহমেদ্দ মামলা ও গ্রেপ্তারের বিষয়টি সমকালকে নিশ্চিত করে জানান বাঁকি আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।’
এদিকে মামলা ও গ্রেপ্তার আতঙ্কে উপজেলা বিএনপি প্রায় আড়ই হাজার নেতাকর্মী বর্তমানে ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলে দাবি করেছেন লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু ।
পাপ্প অভিযোগ করে বলেন, লালপুর উপজেলার কোথাও কোন কোটা সংস্কার আন্দোলন হয়নি। তার পরেও শুধু মাত্র বিরোধীদল ও মতকে দমন করার লক্ষে পুলিশ নাশকতার নামে মিথ্যা মামলা দিয়ে নিরিহ বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে, হয়রানি করছে। আর এই গ্রেপ্তার আতঙ্কে বর্তমানে উপজেলার প্রায় আড়াই হাজার নেতাকর্মী ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। তাদের পরিবার বর্তমানে মানবেতার জীবনযাপন করছে। আমিও ঘর ছাড়া যেকোন সময় আমাকেও গ্রেপ্তার করবে। এসময় মামলা ও গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রæত গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান তিনি। ’
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম আহমেদ সমকালকে বলেন, থানায় গত ২১ ও ২২ তারিখে দুটি নাশকতার মামলা হয়েছে। এতে এজাহারনামীয় ১৪জনসহ অজ্ঞাত ৩৭ জনকে আসামী করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত বিএনপি, জামায়াত ও শিবিরের নেতাসহ ১৩জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। বাঁকি আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে। ওসি আরো বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই নাশকতার পরিকল্পনার সঙ্গে জরিত ছিলো। নাশকতার পরিকল্পনার সঙ্গে জরিত ছাড়া কোন নিরিহ ও অপরাধীনয় এমন মানুষকে হয়রানি করা হচ্ছে না বলেও জানিয়েছেন ওসি।’