নাটোর অফিস ।।
নাটোরের লালপুর উপজেলা ছাত্রলীগের ৭ নেতা পদত্যাগ করেছেন। কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন দিয়ে এবং সারা দেশে বিভিন্ন শিক্ষার্থীর ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে ফেসবুক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তাঁরা।
তারা হলেন – আড়বাব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সাইদ সোহাগ, সহ-সভাপতি মাহমুদুল হাসান, সুজন আলী, সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান ফিরোজ, আইন বিষয়ক সম্পাদক আরমান হোসেন, সহ-সম্পাদক ইমন, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুরাদ হাসান।
বুধবার (১৭ জুলাই) সকাল থেকে পদত্যাগকারীরা নিজ নিজ ফেসবুক আইডিতে পদত্যাগের ঘোষণা দিয়ে পোস্ট করেন।
আড়বাব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সাইদ সোহাগ তার ফেসবুক আইডির পোস্টে লিখেছেন, আমি মোঃ আবু সাঈদ সোহাগ। সভাপতি ৪ নং আড়বাব ইউনিয়ন ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি নিলাম।’
সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান ফিরোজ তার ফেসবুকে লিখেন, ‘যে সংগঠনে ন্যায় নীতি নেই সেই সংগঠনে না থাকাই উত্তম। যে সংগঠনের নামের প্রথম অক্ষরই ছাত্র… তারা আবার ছাত্রদের উপর হামলা করে। আবার তারাই কোটা সংস্কার আন্দোলন করা সকল ছাত্র-ছাত্রীদের রাজাকার বলে দাবি করে। আজ থেকে বিদায় নিলাম ন্যায় নীতিহীন এই সংগঠন থেকে।’
সহ-সম্পাদক ইমন লিখেছেন, আমি মো. ইমন সন্ত্রাস ছাত্রলীগ থেকে পদত্যাগ করলাম।’
সহ-সভাপতি মাহমুদুল হাসান লিখেছেন, যে সংগঠনে ছাত্রদের সাথে নাই, আমিও সেই সংগঠন এ থাকতে চাই না।’