বড়াইগ্রামে অনুদানের অর্থ বিতরণ

নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে উপজেলা প্রশাসন ও সমাসবেবা অধিদপ্তরের আয়োজনে জাতীয় সমাজকল্যান পরিষদ হতে নির্বাচিত ১০০ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে অনুদানের চেক এবং দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০টি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ১২ লাখ ৭৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে (সংরক্ষিত মহিলা আসন-৩০৮) এর সংসদ সদস্য কোহেলী কুদ্দুস মুক্তি ওই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবলু, সমাজসেবা নাটোরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ভুট্টু ও চামেলী বেগম, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মমিন আলী, আব্দুল্লাহ আল আজাদ দুলাল, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *