নাটোর অফিস।।
নাটোরের লালপুরে ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৪ জুলাই) দিনগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটেছে।
ওয়ালিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বেলাল হোসেন জানান, রোববার বিকেলে অফিস শেষে ভবনের দুটি রুমে ও প্রধান ফটকে তালা দিয়ে সবাই বাড়ি চলে যায়। আজ সোমবার সকাল ৯টার দিকে অফিসের পরিছন্নতাকর্মী কুদ্দুস এসে দেখেন, ভবনের ফটকে তালা ঠিকই আছে অথচ রুমের দুটি তালা খোলা। খবর পেয়ে দ্রুত অফিসের এসে দেখেন দুটি রুমের একটি ডেস্কটপ, দুটি মনিটর, একটি পিন্টার ও ইউপিএস চুরি হয়েছে। পরে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে ফোনে খবর দেন।’
এবিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার কোন বক্তব্য দেননি।’
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। ’