সিংড়ায় সরঞ্জামসহ সাত জুয়াড়ি আটক

 

নাটোর অফিস॥
নাটোরের সিংড়ায় সাত জুয়াড়ি কে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার মধ্য রাতে উপজেলার কলম ইউনিয়নের নাছিয়ারকান্দি গ্রামের জনৈক মহরম আলীর সরকারি আশ্রয়নের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে নগদ ৬৯ হাজার ৯৫০ টাকা, জুয়া খেলায় ব্যবহ্নত তিন প্যাকেট তাস সহ জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন কালিনগর গ্রামের রমিজ উদ্দিন (৫০), মুন্টু মিয়া (৩৮), সেলিম উদ্দিন (৪০), নাছিয়ারকান্দি গ্রামের ফারুক হোসেন (৩৫), আব্দুস সালাম (৪০), আনন্দনগর গ্রামের মুসলেম উদ্দিন (৩৪) ও চকলংকা গ্রামের রাশেদুল (৪০)। নিয়মিত জুয়া খেলায় এলাকার অনেক মানুষ নিঃস্ব হয়ে এলাকা ছাড়া সহ অনেকের সংসার ভেঙ্গে গেছে বলে জানান এলাকাবাসী। নাম প্রকাশ না করার শর্তে কালিনগর গ্রামের বাসিন্দা জানান নিয়মিত জুয়ার আসর বসে এলাকার মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতেও ভয় পায়। যাদেও নেতৃত্বে জুয়া খেলা হয় তারা এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ তাদেও বিরুদ্ধে কথা বলতে চায় না। এই জুয়া খেলায় অনেক পরিবার নিঃস্ব হয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গেছে।
সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, আটককৃতরা নিয়মিত সেখানে জুয়ার আসর বসাতো এমন খবরের ভিত্তিতে গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়। পরে ঘটনার সত্যতা পেয়ে সেখান থেকে সাত জুয়াড়িকে নগদ অর্থ সহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *