নাটোর অফিস॥
নাটোরের লালপুরে ঘাস কাটতে গিয়ে বিষধর সাপরে কামড়ে জয়নাল আবেদীন ভুট্টু (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (০৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের দাইড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন ভুট্টু দাইড়পাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানা যায়, সকাল ১১টার দিকে নিকটস্থ মাঠে জয়নাল আবেদীন ভুট্টু গবাদিপশুর খাবারের জন্য ঘাস কাটতে যায়। এ সময় একটি বিষধর সাপ তার বাম পায়ে কামড় দেয়। পরে মাঠ থেকে বাড়িতে ফিরে এসে জয়নাল আবেদীন ভুট্টু দুপুরে গোসল করে ও খাবর খয়। পরে দুপুর ২টার দিকে জয়নাল আবেদীনের মাথায় যন্ত্রনা শুরু হলে তিনি পরিবারের সদস্যদের বলেন তাকে একটি বিষধর সাপে কামড় দিয়েছে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য আসকান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জয়নাল আবেদীন ভুট্টু কে সকালে একটি বিষধর সাপে কামড় দেওয়ার চার ঘণ্টা পর দুপুর ২টার দিকে মাথায় যন্ত্রনা শুরু পরে পরিবারকে জানায়। পরে পরিবারের সদস্যরা তাকে লালপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’