গ্রামীণ ব্যাংকের উদ্দ্যোগে বৃক্ষরোপন

নাটোর অফিস॥
“গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংক বাগাতিপাড়া শাখার উদ্যোগে নিজ কার্যালয়ে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে গ্রামীণ ব্যাংক বাগাতিপাড়া শাখার কার্যালয়ে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওই শাখার ব্যবাস্থপাক শওকত আলী। এসময় ওই শাখার অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ওই শাখার ব্যবাস্থপাক শওকত আলী জানান, আমরা বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৪ এ ২ হাজার ১শ ২০ জন সদস্যের মাঝে ৬ টি করে মোট ১২ হাজার ৭শ ২০ টি বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা বিতরন করবো। আজ অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হল পযার্য়ক্রমে এগুলো সদস্যদের হাতে পৌছে দেয়া হবে। ওই শাখা ব্যাবস্থাপক আরো বলেন, দেশজুড়ে চলছে তীব্র তাপদাহ। এ অবস্থা হতে বাগাতিপাড়া বাসীকে রক্ষা করতে চারা বিতরণ ও রোপন করা অব্যহত থাকবে। প্রকৃতি সবুজে ভরে উঠবে। এতে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। আমাদের গাছ লাগানো এবং গাছের পরিচর্যা করা উচিত। এই সময় বৃক্ষরোপণের জন্য ব্যক্তিগত পর্যায় ও প্রাতিষ্ঠানিকভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *