পরিবার পরিকল্পনার চাকুরি পুর্ণ বহালের দাবিতে মানববন্ধন

নাটোর অফিস॥
চাকুরি পুর্ণ বহালের দাবিতে মানববন্ধন করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রকল্পভিত্তিক কাজে নিয়োজিত নাটোরের লালপুর উপজেলায় কর্মরত ২৪ জন নারী কর্মী।
সোমবার (১ জুলাই) দুপুর ১টার দিকে লালপুর উপজেলা পরিষদ গেটের সামনে লালপুর-বনপাড়া সড়কে এই কর্মসূচি পালন করেন তারা।

গেল জুন মাসের ৩০ তারিখ থেকে তাদের চাকরি থেকে অব্যহতি হয়েছে। এমন খবরে তারা ক্ষুব্ধ হয়ে চাকরির মেয়াদ বাড়ানো ও চাকরিতে তাদের আবারও পুনর্বহাল করার দাবিতে এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে অংশগ্রহণ করা কর্মী তানিয়া রহমান বলেন, আমরা ২৪জন কর্মী আছি। চুক্তি ভিত্তিক চাকরী হলেও আমরা সর্বচ্চোটুকু দিয়ে কাজ করেছি। আমাদের আর বয়স নেই চাকুরি করার। এটার উপর আমাদের সংসার চলে। আমরা এই বেতনেই সন্তুুষ্ট। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের একটাই আবদার আমাদের চাকরির মেয়াদ বাড়ানো হোক। চাকরিতে আমাদের আবার পুনর্বহাল করা হোক।’

চাকুরীর মেয়াদ বাড়ানোর দাবি জানিয়ে দুড়দুড়িয়া ইউনিয়নের কর্মী আফসানা ইয়াসমীন বলেন, একমাত্র অবলম্বন এই চাকরি। এই টাকা দিয়ে আমাদের সংসার চলে। হঠাৎ করে অধিদপ্তর থেকে আমাদের চাকরি থেকে অব্যাহতির নোটিশ দেয়া হয়। ২০২২ সাল থেকে আমরা চাকরি করে আসছি। বিভিন্ন সেবা দিয়ে আসছি মানুষকে। আমাদের চাকরির মেয়াদ বাড়ানো হোক। চাকরিতে আমাদের পুনর্বহাল করা হোক।’

দুয়ারিয়া ইউনিয়ান কর্মী রাবেয়া খাতুন জানান, এটা বছর ভিত্তিক নিয়োগ হলেও আমার নিষ্টার সঙ্গে কাজ করেছি। এখন হঠাৎ করে নিয়োগ বাতিল করায় আমাদের সব শেষ হয়েগেছে। যদি আমাদের চাকরি না থাকে তাহলে আমরা না খেয়ে মরবো। তাই আমাদের কার্যক্রমের সফলতার সার্বিক দিক সুবিবেচনা করে এবং আর্থিক কষ্টও আর্থিক দুরবস্থার কথা সুবিবেচনা করে আমাদের চাকরি পুনর্বহাল রাখার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি।’

উল্লেখ্য, গত ৩০জুন থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রকল্পভিত্তিক (পেইড পেয়ার ভলেন্টিয়ার) পি.পি.ভি প্রকল্পের সকল কার্যক্রম বন্ধ ও এই প্রকল্পের নিয়োগকৃত সকল কর্মীদের চাকুরি থেকে অব্যহত দেওয়া হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *