নাটোর অফিস॥
নাটোরে আওয়ামী যুবলীগ নেতা হাসুকে কুপিয়ে আহত করার মামলায় তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, নাটোর সদরের কান্দিভিটুয়া এলাকার হাশেম আলীর ছেলে হাবিব, বাবুল হোসেনের ছেলে আল-আমিন, জাইদনের ছেলে মোঃ আলী কে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শাহাদত হোসেন জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় আরেক এস আই সাজ্জাদ হোসেনকে সাথে নিয়ে বগুড়া জেলার সাত মাথায় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় দেখা যায় আসমীগনদের বগুড়া জেলার সদর থানাধীন সাতমাথা পাকা রাস্তার উপর।
আসামীগন পুলিশ অফিসারদের দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। তৎক্ষনাত মামলাটির তদন্তকারী অফিসার সহ সঙ্গীয় অফিসার আসামীদের ধাওয়া করে। এসময় নাটোর সদরের কান্দিভিটুয়া এলাকার হাশেম আলীর ছেলে হাবিব, বাবুল হোসেনের ছেলে আল-আমিন, জাইদনের ছেলে মোঃ আলী কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য গত ২৪/০৬/২০২৪ তারিখ সন্ধ্যা ৭টারদিকে যুবলীগ নেতা মো: হাসু (৩৮),কে কান্দিভিটা জয়বাংলা মোড় এলাকায় পৌছিলে গ্রেফতারকৃত আসামীরা সহ মামলার এজাহার নামীয় অন্যান্য আসামীদগন পূর্ব শত্রুতার জের ধরে পথরোধ করিয়া দেশীয় তৈরী ধারালো অস্ত্র চাপ্পল, চাপাতি দ্বারা ভিকটিমের দুই পায়ে কোপ দিয়ে গুরুত্বর রক্তাক্ত কাটা জখম করে। তারপর উক্ত আসামীরা তাদের হাতে থাকা দেশীয় তৈরী ধারালো অস্ত্র দ্বারা এলোপাথারী কুপিয়ে যুবলীগ নেতা মো: হাসু-কে গুরুত্বর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন ভিকটিমকে রক্ষার চেষ্টা করিলে আসামীরা পালিয়ে যায়। উক্ত ঘটনায় যুবলীগ নেতার এর ভাবী মামলা দায়ের করে।
নাটোর সদর থানার অিফসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, মামলায় ৮ আসামীর মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অিভযান অব্যাহত রেখেছে পুলিশ।