নাটোর অফিস॥
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বিভক্ত তিন গ্রুপ। রোববার সকাল ১০ টায় নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এমপি’র সমর্থকদের আয়োজনে উপজেলার তমালতলা বাজারস্ত আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এমপি সমর্থিত উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুকুমার মুখার্জির সভাপতিত্বে এবং চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাগাতিপাড়া সদর ইউনিয়ন পরিষদের মজিবুর রহমানের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বর্তমান এমপি গ্রুপের উপজেলা আওয়ামীলীগের সদস্যসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে রোববার সকালে সাবেক এমপি শহিদুল ইসলাম বকুল’র অনুসারীদের আয়োজনে উপজেলার মালঞ্চি রেলগেটের পূর্ব পার্শে আ’লীগের অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় নাটোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান শাওনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ইউনুস আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরিফুল ইসলামসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। আলোচনা সভা ও দোয়া শেষে সেখানে কেক কেটে উপস্থিত সকলের মাঝে তা বিতরণ করা হয়।
অপরদিকে রোববার বিকেল ৫টায় তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা আওয়ামীলীগের আর এক একাংশ বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হাসান নাহিদ, বাগাতিপাড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রহমত আলী সরকার, পাঁকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ্রী ভবেন্দ্রনাথ বিশ্বাস, দয়ারামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল সাত্তারসহ দলটির একাংশের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।