নাটোর অফিস॥
নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় রেহেনা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (২২জুন) দুপুর ১টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের তিলকপুর এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহত রেহেনা বেগম ওই এলাকার আনসার আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে রেহেনা বেগম রাস্তা পারাপারে জন্য সড়কের সাদা দাগকাটা চিহ্নের পাশে দাড়িয়ে ছিলো। এসময় ঈশ্বরদী গ্রামী দ্রুতগতির একটি সাদা রং এর প্রাইভেটকার রেহেনা বেগমকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই রেহেনা বেগমের মৃত্যু হয়।
স্থানীয় ২ নং ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লালপুর থানার ওসি মো. নাছিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয় এবং ঘাতক প্রাইভেটকারটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।