নাটোর অফিস॥
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেছে লালপুর-বাগাতিপাড়া উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেত্রীবৃন্দ। বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যার আগে উপজেলার মালঞ্চি রেলগেটের পূর্ব পার্শ্বে একটি দোকান ঘরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো: মোশাররফ হোসেন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের প্রায়াত সাবেক সংসদ সদস্য প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে স্পেশাল এসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপার্সন ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজার কমিটির সন্মানিত সদস্য, বিএনপির মানবাধিকার এবং মিডিয়া সেলের অন্যতম সদস্য এ্যাড: ফারজানা শারমিন পুতুল, পটল পুত্র লালপুর উপজেলা বিএনপি আহ্বায়ক ডাক্তার ইয়াসির আরশাদ রাজন, যুগ্ম আহবায়ক সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপি আহ্বায়ক সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, বাগাতিপাড়া উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হায়দার আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মোশাররফ হোসেন, যুগ্ম আহবায়ক সুজন মাহামুদ, পৌর যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান কমর, সদস্য রবিউল ইসলাম প্রমুখ। এছাড়াও বাগাতিপাড়া-লালপুর উপজেলা বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া স্মার্ট প্রেসক্লাবের সভাপতি আমার সংবাদ উপজেলা প্রতিনিধি আল-আফতাব খান সুইট ও সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি মনজুরুল আলম আলম মাসুম, নয়া দিগন্ত প্রতিনিধি আব্দুল আওয়াল, কালের কন্ঠ প্রতিনিধি আব্দুল্লাহ আনিক, নয়া শতাব্দী প্রতিনিধি ফজলুর রহমান, বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ভোরের কাগজের প্রতিনিধি মিজানুর রহমান মিজান, যুগ্ন সাধারণ সম্পাদক দেশ রুপান্তর উপজেলা প্রতিনিধি রাশেদুল আলম রুপক, কালবেলা প্রতিনিধি আশিকুর রহমান আশিক প্রমুখ।
মতবিনিময় সভার আগে বিকেল ৫টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নে একডালা এলাকায় প্রয়াত মহিলা দলের আহ্বায়ক খোদেজা বেগম আল্লাদির কবর জিয়ারত করেন এবং শোকার্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান বিএনপির নেত্রীবৃন্দ। উল্লেখ্য গত ৫ জুন বিকেলে হৃদযন্ত্রের ক্রিরা বন্ধ হয়ে মারা যান আল্লাদি।