নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ গার্ল গাইড এ্যাসোসিয়েশনের বিশেষ দল “হলদে পাখি” সম্প্রসারণ বিষয়ক কর্মসূচির আওতায় প্রাথমিক বিদ্যালয়ের সংশ্লিষ্টদের সমন্বয়ে উপজেলা ভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার বনপাড়া বেগম রোকেয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক নাজমা বেগমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। গার্ল গাইড স্থানীয় কমিশনার আম্বিয়া খাতুনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, প্রধান শিক্ষক আজমা খাতুন শিউলী প্রমুখ। সভায় উপজেলার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৬ জন এবং একটি উচ্চ বিদ্যালয় থেকে ৪ জনসহ মোট ২০ জন হলদে পাখি গার্ল গাইড অংশ গ্রহণ করে। শিশু বয়স থেকে সামাজিক কর্মকান্ড, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় উদ্বুদ্ধ করতে এই কর্মসূচির পরিচালিত হয়ে আসছে।
ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস তার বক্তৃতায় গার্ল গাইড কর্মসূচি সফল বাস্তবায়নে এবং সকল প্রাথমিক বিদ্যালয়কে অংশ গ্রহনে সর্বাতœক সহযোগিতার ঘোষনা দেন।