নাটোরঃ নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনে হাইকোর্টের নির্দেশে ধানের শীষ প্রতীক ফিরে পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রয়াত ফজলুর রহমান পটলের সহধর্মিনী অধ্যক্ষ কামরুন্নাহার শিরীন।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশন প্রতীক বরাদ্দ সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের একটি ধারা চ্যালেঞ্জ করে রিট দায়েরের প্রেক্ষিতে বৃহষ্পতিবার বিচারপতি জেড এ এম হাসান এ আদেশ দেন। ফলে আসনটি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন কামরুন্নাহার শিরীন।
জানা যায়, বৃহষ্পতিবার সকালে রিট দায়েরের পর দুপুরে সেটি নিষ্পত্তি করেন বিচারক।
এদিকে, কামরুন্নাহার শিরীনকে ধানের শীষ প্রতীক ফিরিয়ে দেয়ায় আনন্দ মিছিল করেছে স্থানীয় নেতৃবৃন্দ। তারা একযোগে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার করেছেন।
উল্লেখ্য, মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন এ আসনে বিএনপির প্রার্থী কামরুন্নাহার শিরিনের পরিবর্তে কৃষক-শ্রমিক-জনতা লীগ প্রার্থী মঞ্জুরুল ইসলাম বিমলকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনকে চিঠি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীন। এমন সিদ্ধান্তে বিক্ষুদ্ধ হয়ে উঠে বিএনপি নেতাকর্মীরা। সেসময় তারা লালপুর-ইশ্বরদী সড়ক অবরোধ করে বিক্ষোভও করে। পরিস্থিতি শান্ত করতে ঢাকা থেকে নাটোরে ছুটে দলীয় সিদ্ধান্ত মেনে নিতে কর্মীদের প্রতি অনুরোধ করেন কামরুন্নাহার শিরীন।