নাটোরে কৃষকেক কুপিয়ে হত্যা,স্বামী-স্ত্রী আটক

নাটোর অফিস॥
নাটোরের গুরুদাসপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মনোয়ার হোসেন (৩০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী ব্রিজ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনোয়ার হোসেন ওই এলাকার মো. আব্দুস সালাম মোল্লার ছেলে। এ ঘটনায় দুইজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- আশরাফুল ইসলাম ও তার স্ত্রী মোছা. হাসনা বেগম।
নিহত মনোয়ার হোসেনের ভাই আব্দুল মোমিন জানান, কুমারখালী এলাকার প্রতিবেশী হায়দার হোসেন , তার বাবা আশরাফুল ইসলাম ও মা হাসনা বেগমের সঙ্গে মনোয়ার হোসেনের দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল । বৃহস্পতিবার পূর্বপরিকল্পনা মোতাবেক আশরাফুল ইসলাম, হাসনা বেগমসহ তাদের পরিবারের সকলে মনোয়ার হোসেনের পথরোধ করেন। একপর্যায়ে আশপাশে মানুষজন না থাকায় সেই সুযোগে বাড়ি থেকে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে তার ভাইকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করেন। রক্তাক্ত অবস্থায় চিৎকার করলে তিনি এগিয়ে যান ভাইয়ের কাছে। সেখানে গেলে তার ওপরও অতর্কিত হামলা চালানো হয়। এরপর স্থানীয় এক যুবকের সহযোগিতায় গুরুতর রক্তাক্ত অবস্থায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. রাজিব হোসেন বলেন, আঘাতে জখম হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

গুরুদাসপুর থানার ওসি মো. উজ্জ্বল হোসেন বলেন, জমি নিয়ে পূর্ববিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করা হয়। মরদেহউদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *