নবীউর রহমান পিপলু: নাটোর-২ (সদর ও নলডাঙ্গা ) আসনে সব বিরোধ মিটিয়ে একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের পক্ষ হয়ে এক সাথে প্রচারণা চালাচ্ছেন মনোনয়নবঞ্চিতরা। দলীয় প্রার্থীতা ঘোষণার পর অনেকেই নীরব থাকলেও প্রতীক বরাদ্দের পর থেকে সকলেই শফিকুল ইসলাম শিমুলের পক্ষ হয়ে এক হয়ে কাজ শুরু করেছেন।
প্রায় প্রতিদিনই সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা আওয়ামীলীগের বর্ষীয়ান নেতা জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, পৌর মেয়র উমা চৌধুরী জলি, প্রয়াত নেতা হানিফ আলী শেখের ভাই জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মালেক শেখ, প্রচার সম্পাদক চিত্ত রঞ্জন সাহা, আইন বিষয়ক সম্পাদক প্রসাদ তালুকদার বাচ্চা ,যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া চৌধুরী ,মহিলা আওয়ামীলীগ সভানেত্রী রতœা আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ গণসংযোগসহ প্রচারণায় অংশ নিচ্ছেন। এসব প্রচারনায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে জজ কোর্টের পিপি জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক পৌর চেয়ারিম্যান বিজ্ঞ আইনজীবি কামরুল ইসলাম, অধ্যাপক সামশুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মের্ত্তুজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, মোস্তারুল ইসলাম আলম, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদ সৈয়দ মোস্তাক আলী মুকুল, যুবলীগ সাধারন সম্পাদক রুহুল আমিন বিপ্লব, স্বেচ্ছাসেবক লীগ নেতা আহমেদ সেলিম, মাসুদুর রহমান মাসুদ, অপুর্ব চক্রবর্তী, প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুম প্রমুখ।
এসব নেতৃবৃন্দের মধ্যে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মালেক শেখ, প্রচার সম্পাদক চিত্ত রঞ্জন সাহা, আইন বিষয়ক সম্পাদক প্রসাদ তালুকদার বাচ্চা, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া চৌধুরী, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী রতœা আহমেদ এবারের নির্বাচনে মনোনয়ন প্রতাশী ছিলেন। এনিয়ে বর্তমান সংসদ সদস্যের সাথে তাদের সর্ম্পকের দুরত্ব বেড়ে যায়। সৃষ্টি হয় বিরোধ । এতদসত্বেও দল এবারও বর্তমান সাংসদ শফিকুল ইসলাম শিমুলকে মনোনয়ন দেয়। তাই দেশ ও দলের স্বার্থে বিশেষত দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশ মেনে তারা সকলেই দলীয় প্রার্থী শফিকুল ইসলাম শিমুলের পক্ষে কাজ করতে একাট্টা হন।
মনোনায়ন বঞ্ছিত এসব নেতৃবৃন্দ বলেন, তারা সকলেই বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দল করছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীগ সব সময় দেশ ও জনগণের কল্যানে কাজ করে যাচ্ছে। নেত্রীর নির্দেশে স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামীলীগের বিজয় সুনিশ্চিত করতে তারা সকল বিরোধ ভুলে কাঁেধ কাধ রেখে কাজ করছেন। নােটার পৌর মেয়র উমা চৌধুরী জলি বলেন, শফিকুল ইসলাম শিমুলকে জয়ী করতে তারা সকলেই অঙ্গিকারবদ্ধ।