নাটোর অফিস ॥
নাটোরের বাগাতিপাড়ায় গোসলের জন্য একটি প্লাস্টিকের ড্রামে রাখা পানিতে ডুবে মানহা বিনতে মোস্তাফিজ নামে আড়াই বছরের এক শিশু কন্যা মৃত্যু হয়। আজ রোববার দুপুর ১ টার দিকে বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মানহা বিনতে মোস্তাফিজ মাড়িয়া গ্রামের কৃষক মুস্তাফিজুর রহমান মোস্তাকের একমাত্র কন্যা সন্তান।
প্রলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে ঘুম পাড়ানোর জন্য মেয়ে মানহা বিনতে মোস্তাফিজকে নিয়ে তার মা রিচি আক্তার শোবার ঘরে যান। মেয়েকে নিয়ে বিছানায় শুয়ে পড়ার পর মা রিচি সরকার ঘুমিয়ে পড়েন। এরই মাঝে মায়ের অগোচরে শিশু মানহা বিনতে মোস্তাফিজ ঘর থেকে বের হয়ে বাড়ির নলকুপের পাশে গোসলের জন্য একটি ড্রামে রাখা পানিতে পলিথিন নিয়ে খেলার সময় ড্রামের মধ্যে পড়ে যায়। এদিকে মায়ের ঘুম ভেঙ্গে গেলে মেয়েকে না দেখে ঘর থেকে ছুটে বের হয়ে মেয়ের খোঁজ করতে থাকেন রিচি আক্তার। এক পর্যায়ে ড্রামের পানির মধ্যে উপুর হয়ে পড়া মেয়ের নিথর দেহ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শিশুর চাচা সেলিম রেজা বলেন,মানহাকে উদ্ধারের পর ড্রামের মধ্যে একটি পলিথিন ভাসতে দেখা যায়। ধারনা করা হচ্ছে পলিথিন নিয়ে খেলতে গিয়ে হয়ত সে পানিতে পড়ে যায়। বাড়ির সকলের খুব আদরে ছিল মানহা।
বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।