নাটোর অফিস॥
জ্বালানি তেলের ওজনে কম দিয়ে বিক্রি এবং বিএসটিআইয়ের অনুমোদন নবায়ন না থাকার অপরাধে নাটোরের বাগাতিপাড়ায় মালঞ্চি ও বিহারকোল বাজারের দুই প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড সুরাইয়া মমতাজের নেতৃত্বে বাগাতিপাড়া উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয় যৌথভাবে উপজেলার কয়েকটি বাজারে বিভিন্ন জ্বালানি তেল বিক্রয় প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় প্রতি ১ লিটারে ৬০ গ্রাম জ¦ালানি তেল কম দেওয়ার অপরাধে মালঞ্চি বাজারের এসএম ট্রেডার্সের স্বত্তধিকারী রফিকুল ইসলাম রতনকে ৫ হাজার এবং বিএসটিআইয়ের অনুমোদন নবায়ন না থাকার অপরাধে বিহারকোল বাজারের মন্ডল ট্রেডাসের স্বত্তধিকারী ফজলু মন্ডলকে দুই হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই রাজশাহী পরিদর্শক (মেট্রোলজী) মোঃ আবুল কায়েম।