নাটোর অফিস।।
নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু (৪৫) নামের এক আওয়ামী লীগের নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার আজিমনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুঞ্জুরুল ইসলাম পৌর এলাকার বাহাদিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
এ ঘটনায় বুধবার (১ মে) সকালে নিহতের বড় ভাই গোপালপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কমিশনার মাসুদ রানা লালপুর থানায় গোপালপুর পৌর এলাকার টুমন ও তকার সহযোগী ১৫ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে। মাসুদ রানা বলেন, ‘পুর্ব বিরোধের জেরে মুঞ্জুরকে গোপালপুর পৌর এলাকার টুমন ও তার সহযোগীরা গুলি করে হত্যা করেছে। আমি ভাই হত্যার বিচার চাই।’
এর আগে, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর গোপালপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহারুল ইসলামকে নর্থ বেঙ্গল সুগার মিলের ১ নম্বর ফটকের সামনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই হত্যা মামলার প্রধান আসামি ছিলেন আওয়ামী লীগের নেতা মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১১ টার দিকে গোপালপুর আজিমনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে বসে ছিলেন মুঞ্জু। এসময় দুটি মোটরসাইকেলে ৫-৬ মুখোশধারী দুর্বৃত্তরা সেখানে উপস্থিত হয়ে মুঞ্জুর মাথায় ও পেটে দুই রাউন্ড গুলি বর্ষন করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলে মুঞ্জুর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা পুলিশ।
এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত মুঞ্জুরুল ইসলামের মা রাহেনা বেগম ছেলের হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি করেছেন।
লালপুর থানার ওসি মো. নাছিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মুখোশধারী দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে বলে জানতে পেরেছি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে।
ওসি আরো জানান, ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করছেন এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিত স্বাভাবিক আছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ শুরু করেছে বলেও জানান তিনি।’