বৈঠক থেকে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

নাটোর অফিস ।।
নাটোরের লালপুরে গোপনে নাশকতামূলক কাজের পরিকল্পনার বৈঠক থেকে জামায়াত-শিবিরের ২০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আগে মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের ১নং ওয়ার্ড নবীনগরের শিবনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুুলিশ।

লালপুর থানা পুলিশ জানায়, গত রাতে উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের ১নং ওয়ার্ড নবীনগরের শিবনগর এলাকার একটি বাড়িতে জামায়াত -শিবিরের নেতাকর্মীরা গোপনে নাশকতামূলক কাজের পরিকল্পনায় বৈঠক করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২০ জন নেতাকর্মীকে আটক করা থানায় নিয়ে আসে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা হয়েছে।

এ বিষয়ে নাটোর জোলা জামায়াতের আমীর ড. মীর নূরুল ইসলাম জানান, জামায়াতে ইসলামীর সরা দেশব্যাপী গণসংযোগ পক্ষ চলছে। গণসংযোগ পক্ষর অংশ হিসেবে গতরাতে ২নং ঈশ্বরদী ইউনিয়নের ১নং ওয়ার্ড নবীনগরের শিবনগর এলাকার একটি বাড়িতে আমাদের কয়েকজন নেতাকর্মীকে ডাকা হয়েছিলো। সেখানে নাটোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওহাব ও লালপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাড.মাসুদ রানাসহ নেতাকর্মীরা ইসলামী আন্দোলনের দাওয়াত দিচ্ছিলেন। এ সময় থানার পুলিশ অন্যায় ভাবে তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। এটাতো কোন দিন গণতান্ত্রিক দেশেরে জন্য শোভনীয় না। আমরা এ হয়রানী, নির্যাতন ও গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানাচ্ছি।’

লালপুর থানার ওসি মো.নাছিম আহমেদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, জামায়াত – শিবিরের নেতাকর্মীরা গোপনে নাশকতামূলক কাজের পরিকল্পনায় বৈঠক করছিল। এসময় পুলিশ অভিযান চালিয়ে জামায়াত – শিবিরের ২০ জন নেতাকর্মীকে আটক করা থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *