নাটোর অফিস॥
নাটোরের লালপুরে আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ৩ টায় ঈশ্বরদী আবহাওয়া অফিস এই তাপমাত্রা রেকর্ড করে। তাপপ্রবাহের এই মাত্রা ছিলো বছরে সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
এই তাপমাত্রাকে ‘ অতি তীব্র তাপপ্রবাহ’ আখ্যায়িত করে ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী তাপমাত্রা পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন সমকালকে বলেন, আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এটি এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা। তিনি আরো বলেন, ঈশ্বরদী-লালপুর ও আশেপাশের এলাকার ওপর দিয়ে ‘ অতি তীব্র তাপপ্রবাহ’ বয়ে যাচ্ছে। গরমের পারদ আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তিনি আরো বলেন আজকের তাপমাত্রা মৌসুমের সর্বোচ্চ তাপমত্রা। এমন গরমের পারদ আগে লালপুরে পরে নি।’
এদিকে গতকাল সোমবার (২৯শে এপ্রিল) লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের মোড়দাহ এলাকায় ‘হিট স্ট্রোকে’ পঞ্চাশ উর্দ্ধ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম রেজাউল করিম। বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম মোড়দাহ গ্রামের ইসাহাক আলীর ছেলে।