নাটোর অফিস॥
নাটোরের সিংড়ায় তীব্র গরমে বিদ্যালয়ে এসে সোহাগী খাতুন নামের ৮ম শ্রেণির এক শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়েন। অসুস্থ্য ছাত্রীকে স্থানীয় উপ-সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার গোবিন্দ সরকার কাছে চিকিৎসা দিয়ে বাড়ি পৌঁছিয়ে দেন প্রতিষ্ঠানের শিক্ষকরা। সোমবার বেলা সারে ১১ টার সময় হুলহুলিয়া উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। সোহাগী খাতুন পাড়েরা গ্রামের খায়রুল ইসলামের মেয়ে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সনজিত প্রামাণিক বলেন, তীব্র তাবদাহ এবং বৈদ্যুতিক লোডশেডিংয়ে ওই শিক্ষার্থী বিদ্যালয়ে এসে অসুস্থ্য হয়ে পরে। সাথে সাথে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পৌছে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। র্তীব্র তাপদাহে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতিও কম হচ্ছে।
স্থানীয় উপ-সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার গোবিন্দ সরকার বলেন, তীব্র গরমের কারনেই অসুস্থ্য হয়েছেন। পাশা পাশি শিক্ষাথীর শরীরেও রক্ত কম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান, ছাত্রী অসুস্থ্যতার বিষয়টি তার জানা নেই বলে জানান তিনি।