নাটোর অফিস ॥
নাটোরের জেলা প্রশাসকের কার্যালয় কালেক্টরেট ভবনের সামনে সড়ক সংস্কার কাজের বুলডোজারের সাথে সংঘর্ষে আহত মোটর সাইকেল আরোহী অনুপ পাইন (৩২) নামে এক যুবক মারা গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্র্ঘটনাটি ঘটে। আহত অনুপ পাইনকে উদ্ধার করে রাজশাহী হাসপাতালে ভর্তি করা হয়। নিহত অপুর্ব পাইন নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ও সদর উপজেলার দত্তপাড়া মোকরামপুর গ্রামের বাসিন্দা মৃত অপুর্ব পাইনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে অনুপ পাইন মোটর সাইকেলে করে শহর থেকে বাড়ির পথে ফেরার পথে ডিসি অফিসের সামনে সড়ক সংস্কার কাজের বুলডোজারের সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হয়। স্থানীয়রা আহত অনুপকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে মারা যায়।শনিবার দুপুর ২টার েিদক নাটোরের হরিশপুর কেন্দ্রীয় মহাশ্মশানে নিহত অনুপ পাইনের অন্তেষ্টিক্রিয়া সম্পান্ন হয়।