নাটোর অফিস॥
নাটোরের সিংড়ার সারদানগর জামে মসজিদের অর্থ ও কমিটি নিয়ে দ্বন্দ্বে এবার নতুন কমিটির সদস্যদের বিরুদ্ধে অর্থ নয়-ছয়ের অভিযোগ এনে বিচার দাবি করলেন অভিযুক্ত মসজিদ কমিটির সাবেক সভাপতি আলহাজ¦ গোলাম হোসেনের পক্ষের লোকজন। মঙ্গলবার বিকেল ৩ টায় সারদানগর গ্রামের পূর্বপাড়া রাস্তায় দাড়িয়ে ওই নেতার পক্ষ্যে প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেন গ্রামের প্রায় দুই শতাধিক নারী-পুরুষ। এর আগে সোমবার বিকেলে গোলাম হোসেনের বিরুদ্ধে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগ এনে গ্রামের অপর একটি পক্ষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। সারদানগর গ্রাম এখন থেকে দুটি অংশে বিভক্ত।
প্রতিবাদ সভায় গ্রাম্য প্রধান ওসমান গণির সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম হোসেন, গ্রাম্য প্রধান ওয়াহেদ আলী মোল্লা, ইয়াকুব আলী, আলহাজ্ব তোজাম্মেল হক, রবিউল, মোফাজ্জল হোসেন প্রমূখ।
প্রতিবাদ সভা থেকে গোলাম হোসেন নিজেকে বর্তমান কমিটির সভাপতি দাবি কওে বলেন, কিছু কুচর্ক্রী মহল আমার বিরুদ্ধে সরযন্ত্র করে সমাজে হেয় করার জন্য মানববন্ধন করেছে যা মোটেও সত্য নয়। তিনি আরো বলেন মসজিদ কমিটির ক্যাশিয়ার নূর হোসেন টাকা আত্মসাৎ করে আমার অপর দায় চাপাতে চাচ্ছে।
বক্তারা বলেন মসজিদের কমিটির মেয়াদ শেষ না হতেই রাতারাতি ঘরে বসে নতুন কমিটি করে অর্থ আত্মসাতের পায়তারা করছে স্থানীয় মসজিদ কমিটির সভাপতি আফজাল হোসেন, ক্যাশিয়ার নুর হোসেন সদস্য শাজাহান ও ভ’ট্টু সহ কতিপয় ব্যক্তি। বিষয়টি নিয়ে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
এবিষয়ে অভিযুক্ত নতুন কমিটির সাধারণ সম্পাদক নুর হোসেন বলেন, গোলাম হোসেন মসজিদের উন্নয়নের কথা বলে বিভিন্ন জায়গায় থেকে অর্থ তুলে নিয়ে নিজ পাড়ায় একটি মসজিদ নির্মাণ করেছেন। তাই গ্রামবাসী সর্ব সম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করেছেন।