নাটোর: সারাদেশের ন্যায় নাটোরেও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন ও বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পরিবারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসনের আয়েজনে শহীধ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকালে শহরের শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষাথী, মুক্তিযোদ্ধা, আনসারসহ বিভিন্ন প্রতষ্ঠানের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহরিয়াজ।
এর আগে শহরের মাদ্রাসা মোড়ে শহীদ স্মৃতি সৌধে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন।
শহরের কান্দিভিটা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন দলের নেতাকর্মীরা।
একই সময় নাটোরের সিংড়ায় কেন্দ্রীয় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক । গুরুদাসপুরে সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির নেতৃত্বে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করে।
এছাড়া বেলা ১২ টার দিকে কানাইখালী স্টেডিয়াম মাঠে নাটোরের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবধর্না প্রদান করে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) শরীফুন্নেসার সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহ রিয়াজ, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন ,পৌরমেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠানে জেলার প্রায় ৬ শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়।