নাটোর: নাটোর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশ মাটি ভিজে আছে ত্রিশ লাখ শহীদের রক্ত আর আব্রুহারা দুই লাখ মা-বোনের কান্নায়। এই মাটিতে দাঁড়িয়ে দেশকে এগিয়ে নেয়াই বীর শহীদদের প্রতি সকলের অঙ্গীকার হওয়া উচিত। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ পরাধীনতার শৃঙ্খল মুক্ত হয়েছে আর তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির ললাটে লেপন করা কলঙ্ক থেকে দেশকে মুক্ত করে চলেছেন।
রোববার মহান বিজয় দিবসে সিংড়া স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ শেষে এক সাংবাদিকদের এসব কথা বলেন পলক।
পলক বলেন, স্বাধীনতার ৩৮ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ বঞ্চিত ছিলো। অথচ মাত্র দশ বছর ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উজাড় করে দিয়ে গেছেন। বেশি দুরে যাবো না, সিংড়াকে দেখুন। কি ছিলো দশ বছর আগে আর এখন সিংড়া কেমন হয়েছে।
বিজয়ের ফসল ঘরে তুলতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিতে সিংড়াবাসীর প্রতি আহ্বান জানান পলক।
এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, আওয়ামী লীগ নেতা বিশ্বনাথ দাস কাশিনাথ, মাহাবুব আলম বাবু, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাধারন সম্পাদক কামরুল ইসলাম কামরান, সাবেক ভাইস চেয়ারম্যান আনজুমান আরা প্রমুখ।