নাটোর অফিস॥
বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে নাটোরে উদযাপন করা হচ্ছে বাংলা নববর্ষ। এ উপলক্ষে আজ রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের মহারাজা জগদীন্দ্র নাথ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা , অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম পৌর মেয় উমা চৌধুরী জলি সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর রাজবাড়ী চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মুক্তমঞ্চে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এ উপলক্ষে একই স্থানে বসেছে গ্রামীন মেলা।
এছাড়া ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরী,মনোবীণা সংঘ, উদীচী নাটোর শাখা, সাকাম, ইঙ্গিত থিয়েটার, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, নৃত্যাঙ্গন, তাথৈ নৃত্যকলা সহ বিভিন্ন সংগঠন শহরের কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাব চত্বরে বর্ষবরণে পৃথকভাবে অনুষ্ঠানের আয়োজন করে। জেলার বিভিন্ন উপজেলাতেও বাংলা নববর্ষ পালনে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।