নাটোর অফিস॥
নাটোরের হালসা গ্রামে নিজ ঘর থেকে সিরাজ উদ্দিন নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের হালসা গ্রামে তার নিজ বাড়ী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সিরাজ উদ্দিন ওই এলাকার মৃত সামসু মোল্লার ছেলে।
নাটোর থানার ওসি মিজানুর রহমান ও এলাকাবাসী সুত্রে জানাযায় জানান, সিরাজ উদ্দিনের ১০ ছেলে মেয়ে ও ৪ স্ত্রী থাকা সত্ত্বেও একাকী ঘরে বাস করতেন। গত কয়েকদিন ধরেই তাকে এলাকায় দেখা যায়নি। এলাকাবাসী ভেবেছিলেন তিনি হয়তো কোথাও গেছেন। শনিবার সকালে তার বাড়ী এলাকায় প্রচন্ড দুর্গন্ধছড়িয়ে পড়ে। দুগন্ধের উৎস খুজতে স্থানীয়রা ওই বৃদ্ধের ঘরে গিয়ে অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে বৃদ্ধের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।