নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে উপজেলা পর্যায়ে সার্বজনীন পেনশন স্কীম বিষয়ে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন শ্রেণি পেশার উদ্যোক্তা, সুধী, সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এর আয়োজন করে।
বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতি এবং মূখ্য আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আতাউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, বঙ্গমাতা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, সাংবাদিক সাইফুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা জানান, আঠার থেকে পঞ্চাশর্ধ কৃষি শ্রমিক, বেসরকারি চাকুরীজীবি, বেসরকারি শিক্ষক-কর্মচারী, ঈমাম, পুরোহিতসহ নানা শ্রেণি পেশার মানুষ সার্বজনীন পেনশন স্কীম গ্রহণ করতে পারবেন। তবে সরকারি চাকুরীজীবি, সরকারি পেনশনভোগী ও সামাজিক নিরাপত্তার ভাতাভোগীরা এই স্কীম গ্রহণ করতে পারবে না।