নাটোর অফিস॥
নাটোরের সিংড়ায় পুকুর লিজের টাকা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৫ জন আহত। শুক্রবার সন্ধ্যায় উপজেলার চৌগ্রামের ফটিকাহার পাড়ায় এই ঘটনা ঘটে। চৌগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন গিয়াস এর নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে রাতেই থানায় একটি মামলা রুজু করা হয়েছে। চেয়ারম্যান গিয়াসের লোকজনের হামলায় পতিপক্ষ আবুল হোসেন এর ছেলে গুরুতর আহত সুলতান আলী (৩৮) ও শিউলি বেগম (৩৬) কে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে ভর্তিকরা হয়েছে। আর বাঁকী আহত বাবু (৪৯) ও বুলি বেগম (৩৮) কে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলায় চেয়ারম্যানের ছোট ভাইয়ের স্ত্রী শাহিনুর খাতুন গুরুত্বর আহত হলে নাটোর সদও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার ইফতারির আগ মুহুর্তে আবুল হোসেন এর ছেলে সুলতান পুকুর লিজের টাকা চাইতে গেলে প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন গিয়াস ও তার ছোট ভাই আবু বকরসহ ৫ থেকে ৬ জন ব্যক্তি সুলতান আলী ও বাবুর উপর হাসুয়াসহ ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। দু’পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে তাদেরকে কুপিয়ে জখম করে। পরে তাদেরকে বাঁচাতে গিয়ে শিউলি ও বুলি বেগম নামের আরো দুই নারী আহত হন।
সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, মারামারির ঘটনায় শুক্রবার রাতে একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।