নাটোর অফিস॥
চাষাবাদে আধুনিকায়ণ, উন্নত কলা-কৌশল ও প্রযুক্তির সাথে কৃষকদের মেলবন্ধন তৈরীর লক্ষ্যে নাটোরের লালপুর উপজেলায় তিন দিনব্যাপী কৃষি-প্রযুক্তি মেলার শুরু হয়েছে।
রোববার (০৩ মার্চ) দুপুর ১২টায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন নাটোর -১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচন সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে বক্তব্যদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড় প্রমুখ।
মেলায় মোট ১৮টি ষ্টলে বিভিন্ন কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। উদ্বোধনের পরে অতিথিরা মেলার এসকল ষ্টল ঘুরে দেখেন।