নাটোর অফিস ॥
নাটোরের বাগাতিপাড়ায় মোবাইল কিনে না দেয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে সারুফ রহমান (১৪) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার বিকালে উপজেলার সোনাপুর ডুমরাই মাস্টারপাড়া এলাকায় তার নিজ বাড়িতে ওই ঘটনা ঘটে। সে ওই এলাকার খাইরুল ইসলামের ছেলে এবং সে উপজেলার চাদপুর রফাতুল্লা সোনার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সারুফ রহমান তার বাবা-মায়ের কাছে কয়েক দিন থেকে একটি স্মার্ট ফোন কিনে দেয়ার জন্যবায়না ধরে। অভাবের কারণে ছেলেকে ফোন কিনে দিতে পারেননি তারা। তবে দুই একদিনের মধ্যে দিবেন বলে তারা ছেলেকে প্রতিশ্রুতি দেন। এতে অভিমান করে সকলের অগোচরে শনিবার বিকালে নিজ শয়নকক্ষের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে। স্থানীয়রা জানতে পেরে তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।