নাটোর অফিস॥
নাটোরের বিশিষ্ট শিক্ষাবিদ রাজনৈতিক বিশ্লেষক ও নাট্যকর্মী প্রফেসর মুজিবুল হক নবীর প্রয়ানে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে । সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠান এই স্মরন সভার আয়োজন করে। বৃহস্পতিবার রাতে সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের আমিনুল হক গেদু মিলনায়তনে অনুষ্ঠিত স্মরন সভার সভাপতিত্ব করেন পৌর মেয়র ও সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সভাপতি উমা চৌধুরী জলি। স্মরন সভায় মরহুম মুজিবুল হক নবীর জীবনী নিয়ে স্মৃতি চারন বিশিষ্ট শিক্ষাবিদ ও নাট্য ব্যক্তিত্ব প্রফেসর অলোক মৈত্র। অন্যান্যের মধ্যে স্মৃতি চারন করেন মরহুম নবীর বড় ভাই নাট্য ব্যক্তিত্ব নাজমুল হক লাল, মরহুমের বোন সুলতানা হক ছবি, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক,খগেন্দ্র নাথ রায়, আশীষ স্যান্যাল, চিত্তরঞ্জন সাহা, অনিতা পাল, মওলা বক্স আলো,গৌর প্রিয়া পান্ডে,সাংবাদিক পরিতোষ অধিকারী,সাংবাদিক দেবাশীষ কুমার সরকার, রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ মোস্তাক আলী মুকুল,সাকামের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম নান্টু,মাহাবুব হোসেন,চিন্ময় সরকার,খন্দকার মাহাবুব প্রমুখ।
পরে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।