বাগাতিপাড়া: প্রতীক পাওয়ার পর থেকেই নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বড় তিন দলের প্রচার প্রচারণায় শুরু হয় উৎসবের আমেজে। সন্ধ্যার পর থেকেই বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মিছিল আর শ্লোগানে মুখোরিত হয় উপজেলার ইউনিয়ন ও পৌরসভার আনাচে কানাচে।
বুধবার দুপুরে বাগাতিপাড়া উপজেলায় প্রচারণায় নামেন জাপা প্রার্থী সাবেক এমপি আবু তালহা। তিনি উপজেলার পেড়াবাড়িয়া বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রচার পত্র বিলি করে ভোট প্রার্থনা করেন।
এসময় তিনি বলেন, বিগত সময়ে আমি এই আসনে এমপি ছিলাম। সবসময় মানুষের পাশে থেকে নিজ অর্থ খরচ করে সহযোগিতা করেছি। আমার বিশ্বাস জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে আমায় আবার আমাকে নির্বাচিত করবে।