নাটোর অফিস॥
নাটোরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রাত ১২-০১ মিনিটে নাটোর নবাব সিরাজ উদ-দৌলা সরকারী কলেজ মাঠের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। জেলা প্রশাসক আবু নাছের ভুঞার নেতৃত্বে জেলা প্রশাসন পুস্পার্ঘ নিবেদন করা হয়। এর পর পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একে একে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করে। শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার তারিকুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুদুর রহমান, পৌর মেয়র উমা চৌধুরী জলি,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান প্রমুখ সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ী সহ সকল স্তরের পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শহীদদের আতœার মাগফেরাৎ কামনায় এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে দেশের শান্তি সমৃদ্ধি কামনায় শপথ গ্রহন করা হয়।
এ সময় শহীদ মিনার এলাকায় আইন শৃংখলা বাহিনীর সদস্যদের বেষ্টনী দিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থ্যা গ্রহণ করেন প্রশাসন।