সিংড়া: নাটোর-০৩ (সিংড়া) নির্বাচনী এলাকায় বিএনপির নেতা কর্মিদের ওপর আওয়ামীলীগ কর্মিদের অব্যাহত হামলা ও মারপিট এবং নির্বাচনী প্রচারণায় বাঁধা দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সিংড়া উপজেলা বিএনপি। বুধবার উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। সিংড়া আসনে বিএনপি মনোনিত প্রার্থী দাউদার মাহমুদ লিখিত বক্তব্যে বলেন, গত ৯নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকরা বিএনপির ১০নেতা-কর্মীকে মারপিট করে গুরুতর আহত করা ছাড়াও প্রায় অর্ধশতাধিক বিএনপি নেতা-কর্মীর ওপর হামলা করেছে। বিভিন্ন স্থানে ধানের শীষের প্রচারণার মাইক ভাংচুর সহ পোস্টারে অগ্নি সংযোগ করা হয়েছে। সংবাদ সম্মেলনে সিংড়া উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মজিবুর রহমান মন্টু, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, যুবদলের সভাপতি তায়েজুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।বিএনপি প্রার্থী দাউদার মাহমুদ আরো বলেন, সিংড়া উপজেলা ব্যাপি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। আর প্রত্যেকটি ঘটনা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। বরং পক্ষপাত মূলক আচরণের করা হচ্ছে।
এবিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, অভিযোগ গুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আর এর জন্য সিংড়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক কাজ করছে।