নাটোর অফিস ॥
নাটোরের বাগাতিপাড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন বালু শ্রমিক নিহত ও চালকসহ অপর ২ জন আহত হয়েছেন। রোববার দুপুরে মালঞ্চি-আড়ানী সড়কের ধোপারবিলে এই দূর্ঘটনা ঘটে। নিহত বালু শ্রমিকের নাম শহিদুল ইসলাম। তিনি পার্শ্ববর্তী রাজশাহীর বাঘা উপজেলার আহম্মদপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন, চালক লালন উদ্দিন এবং শ্রমিক আবু রাসেল। আহতদের বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আবু রাসেল জানান, বালু বোঝাই ট্রাক নিয়ে বাঘার মীরগঞ্জ থেকে বাগাতিপাড়ার মালঞ্চির দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা এপাচি ব্র্যান্ডের একটি মোটরসাইকেল এসে ট্রাককে ধাক্কা দেয়। এসময় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের খাদে উল্টে যায়। সেসময় ট্রাকের বালুর ওপরে থাকা শ্রমিক শহিদুল লাফ দিলে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান এবং অপর দুইজন আহত হন। তবে মোটরসাইকেল চালক সেখান থেকে পালিয়ে যায়। দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুঞ্জুরুল ইসলাম ঘটনার সত্যতা জানিয়ে বলেন, খবর পেয়ে তাদের একটি দল আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।