নাটোর অফিস॥
নাটোরে গত এক বছরে পরামর্শ দিয়ে ৪৪৬টি মামলা নিষ্পত্তি করেছে জেলা লিগ্যাল এইড অফিস। এসময় পরামর্শ দিয়ে মামলার পথ পরিহার করেছে ৪৮৫টি। মঙ্গলবার জেলা ও বড়াইগ্রাম উপজেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত মতবিনিময় সভায় ওই তথ্য জানানো হয়।
“বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” প্রতিপাদ্য নিয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির অংশ গ্রহনে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সচেতনামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলা লিগ্যাল এইড কমিটি যৌথভাবে এর আয়োজন করে।
উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আতাউর রহমানের সভাপতিত্বে ও ইউএনও আবু রাসেলের সঞ্চালনায় আয়োজিত সভায় উপজেলা ও ইউনিয়ন কমিটির সকল সদস্য ও স্থাণীয় সাংবাদিক প্রতিনিধি অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন লিগ্যাল এইড কমিটি নাটোরের চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ অম্লান কুমার জিষ্ণু। বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাউছার আহমেদ, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রওশন আলম, যুগ্ম জেলা ও দায়রা জজ শামসুল আল-আমীন, জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ ইসমত আরা তুশি ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সুমন আলি।
অনুষ্ঠানে বক্তারা মামলায় না গিয়ে পরামর্শের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং অসহায় ও দরিদ্রদের জন্য সরকারি খরচে আইনি সেবার বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ ইসমত আরা তুশি জানান, জেলা লিগ্যাল এইড কর্তৃক গত এক বছরে প্রি- কেইস নিয়ে কাজ হয়েছে দেওয়ানী ৫২, ফৌজদারী ৮০, পারিবারিক ২৩৩ টি এবং পোষ্ট কেইস নিয়ে কাজ হয়েছে দেওয়ানী ৯, ফৌজদারী ২৪৯, পারিবারিক ১৩টি। এরমধ্যে প্রি-কেইস নিষ্পত্তি হয়েছে ২০৮ এবং পোষ্ট-কেইস নিষ্পত্তি হয়েছে ২৩৮টি। এছাড়া পরামর্শ দিয়ে মামলা রোধ করা হয়েছে ৪৮৫ টি।