নাটোর অফিস ॥
চলনবিলের সিংড়া-বারুহাস -তাড়াশ উড়াল সড়ক (এক্সপ্রেসওয়ে) নির্মান প্রস্তাবনা সহ নানা উন্নয়ন পরিকল্পনায় সিংড়াকে ‘নান্দনিক মানবিক স্মাট সিংড়া গড়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নাটোর-৩ সিংড়া আসনের নৌকার প্রার্থী ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার নিজ বাসভবনে দ্বাদশ নির্বাচনী ইশতেহার ঘোষনাকালে বলেন, “২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি প্রজন্মকে পরিবর্তনে দীর্ঘ ১৩ বছরকে কেন্দ্র করে যে রপকল্প দিয়েছিলেন তা বাস্তবায়নের পর ১৮ বছরের একটি রূপকল্প দিয়েছেন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করার জন্য। সে কারনে এবারের নির্বাচনী ইশতেহার আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সিংড়ায় তার বাসভবনে আয়োজিত নান্দনিক মানবিক স্মার্ট সিংড়া বিনির্মানে তার নির্বাচনী ইশতেহার প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক , মাওলানা রুহুল আমিনসহ দলের নেতৃবন্দ।