নাটোর অফিস॥
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী মোঃ আলাউদ্দিন মৃধা। একই সঙ্গে আগামী নির্বাচন পর্যন্ত জেলা জাতীয় পার্টির সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এসময় জেলা উপজেলার সভাপতি-সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলাউদ্দিন মৃধা বলেন,‘ জাতীয় পার্টির চেয়ারম্যানকে ব্লাক মেইল করে মনোনয়ন বাণিজ্য করে দলের ত্যাগী নেতাকর্মীদের অবমুল্যায়ন করা হয়েছে। ত্যাগীদের মুল্যায়ন না করে আমলাদের মুল্যায়ন করা হয়েছে।’ দলের প্রতি ক্ষুব্ধ হয়ে তিনি আরও বলেন,‘ রাজশাহী বিভাগে তার আসনটি মহাজোটে দেওয়া উচিত ছিলো। নেতাকর্মীরা অনেক আশায় ছিলেন। দীর্ঘদিন যাবৎ দলের সাথে কাজ করে যাচ্ছেন তিনি। বার বার অবমুল্যায়ন করা হচ্ছে। নির্বাচনের পরে সমস্ত বিষয়ে পার্টির চেয়ারম্যান পদক্ষেপ না নিলে নাটোর জেলা থেকে সকলে এক সঙ্গে পদত্যাগ করবেন। জেলাব্যাপী জাতীয় পার্টির কোন অস্তিত্ব থাকবে না। সবকিছু মিলিয়ে তিনি আগামী ৭ তারিখের নির্বাচনে তার লাঙ্গল মার্কা প্রতিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।’
এই আসনে আওয়ামী লীগের ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারী ‘নৌকা’,জাতীয় পার্টির মোঃ আলাউদ্দিন মৃধা ‘লাঙ্গল’,স্বতন্ত্র আসিফ আব্দুল্লাহ বীন কুদ্দুস শোভন ‘ট্রাক’,জাহিদুল ইসলাম ‘ঈগল’, তৃণমুল বিএনপি মোঃ আব্দুল খালেক সরকার ‘সোনালী আঁশ’,বাংলাদেশ কংগ্রেসের শান্তি রিবারু ‘ডাব’,বিএনএম এর গাজী আবু সায়েম রতন‘নোঙর’ ,জাতীয় পার্টি জেপি’র এস এম সেলিম রেজা ‘বাই সাইকেল’ ও স্বতন্ত্র সুজন আহম্মেদ ‘দোলনা’ প্রতীকে নির্বাচনে লড়ছেন।