নাটোর অফিস ॥
নাটোরের বাগাতিপাড়ায় মহান বিজয় দিবসের ৫২ বছর উদযাপন উপলক্ষ্যে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম বকুলের নেতৃত্বে এই বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার কয়েক হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে উপজেলার মালঞ্চি রেলগেট এলাকা থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মালঞ্চি বাজার চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তৃতা করেন শহিদুল ইসলাম বকুল এমপি, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু ,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সদস্য অহিদুল ইসলাম গকুল প্রমূখ।
এই বিজয় শোভাযাত্রার মাধ্যমে নাটোর-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম বকুল তার পক্ষে নির্বাচনী প্রচারনা শুরু করেন।