নাটোর অফিস॥
সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসাবে নাটোরের নলডাঙ্গায় পাঁচ নারীকে জয়িতা সংবর্ধনা দিয়েছে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়। শনিবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৫জন জয়ীতার হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান আকরামুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন, উপজেলা তথ্য কেন্দ্র কর্মকর্তা তৌহিদ হক প্রমুখ। শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা এই প্রতিবাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। দিবসটি উপলক্ষ্যে একটি র্যালী বের করা হয়। পরে আলোচনাসভা শেষে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৫ জন নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে জয়িতা সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক।