নাটোর অফিস॥
“নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্য নিয়ে, মহিলা বিষয়ক অধিদপ্তরের, সেবা সমূহের মাধ্যমে, নারীর ক্ষমতায়ন ও জীবনযাত্রার মান উন্নয়নে, অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে, নিডা সোসাইটির সহযোগিতায়, উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে নিডা সোসাইটির হলরুমে, এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শারমিন শাপলা, বিউটিশিয়ান প্রশিক্ষক ফারহানা ববি শিউলি, সেলাই প্রশিক্ষক সবুজআরা, নার্সারি প্রশিক্ষক রাজু আহমেদ এবং নিডা সোসাইটির নির্বাহী সম্পাদক জাহানারা বিউটি। উঠান বৈঠকে শতাধিক নারী উদ্যোক্তা ও সরকারের নানোমুখি সুবিধাভোগীদের মান উন্নয়নের অভিজ্ঞতা ও বাল্যবিবাহ, নারী নির্যাতন সহ বিভিন্ন পর্যায়ে নিয়ে আলোচনা হয়।