নাটোর অফিস॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের চারটি আসনে এপর্যন্ত ১৫ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। এসব প্রার্থীর সকলেই আওয়ামীলীগ রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। প্রার্থীদের মধ্যে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে সর্বাধিক ৯ জন ,নাটোর-২ (সদর -নলডাঙ্গা) আসনে ১ জন,নাটোর-৩ (সিংড়া) আসনে ২জন এবং নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে ৩ জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। সে হিসেবে মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার এখনো দু’দিন বাঁকি রয়েছে।
নাটোর জেলা নির্বাচন অফিস সুত্রে জানাযায়, ২৮ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত নাটোর-১ আসনে ৯ জন স্বতন্ত্র প্রাথী ছাড়া জাসদের জামাল উদ্দিন ফারুক ও ওয়ার্কাস পার্টির মোঃ ইব্রাহিম খলিল ২ জন. নাটোর ২ আসনে জাতীয়পার্টির ১ জন ড. মোঃ নুরুন্ননী মৃধা,নাটোর-৩ আসনে ওয়ার্কার্স পাটির মিজানুর রহমান ও জাতীয়পার্টির মোঃ আনিসুর রহমান সহ ২জন এবং নাটোর-৪ আসনে জাতীয় পার্টির আলাউদ্দিন মৃধা নামে ১ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এছাড়া এই চারটি আসনে আওয়ামীলীগ মনোনীত ৪ জন নাটোর-১ আসনে দ্বিতীয়বারের মত শহিদুল ইসলাম বকুল,নাটোর-২ আসনে তৃতীয়বারের মত শফিকুল ইসলাম শিমুল,নাটোর-৩ আসনে চতুর্থবারের মত জুনাইদ আহমেদ পলক এবং নাটোর – ৪ আসনে ডাঃ সিদ্দিকুর রহমান আওয়ামীলীগের মনোনীত প্রার্থী রয়েছেন।
নাটোর-১ আসনে স্বতন্ত্র পার্থী হিসেবে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন সাবেক এমপি আবুল কালাম, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ সাগর, জলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজল রায়, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এস এম হুমায়ন কবির, আসাদুজ্জামান, সায়েদুল হক ও এসকেন আলী,নাটোর-২ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন উত্তোলন করেছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর-৩ আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন সিংড়া পৌর আওয়ামীলেিগর সাবেক সভাপতি ও জেলা কমিটির সদস্য সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, আব্দুল্লাহ আল মামুন এবং নাটোর-৪ আসনে প্রয়াত সংসদ সদস্য আব্দুল কুদ্দসের ছেলে ও জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহবীন কুদ্দুস শোভন, গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগ সভাপতি জাহিদুল ইসলাম এবং বনপাড়া পৌর মেয়র জাকির হোসেনর মা ও দুর্বৃত্তের হামলায় নিহত আওয়ামীলীগ নেতা আয়নুল হকের স্ত্রী মোছাঃ জাহানারা বেগম। জেলা নির্বাচন অফিসের কর্মকর্তাদের ধারনা স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা আরও বাড়বে।